ভাঙনের আতঙ্কে ত্রাহি ত্রাহি রব সামসেরগঞ্জবাসীর

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News : ভয়ংকর স্মৃতি যেন পিছু ছাড়ছেই না তাদের। ধীরে ধীরে এগিয়ে আসছে নদী যেন ফনা তোলা কাল নাগিনী ! ভেঙেচুরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সর্বস্ব। সেই স্মৃতি ফিরেছে আবার। আবারও নতুন করে ভয়াবহ গঙ্গা ভাঙনের গ্রাসে সামসেরগঞ্জ। মঙ্গলবার সকাল থেকে গঙ্গা ভাঙনের কবলে সামসেরগঞ্জের ধানঘরা ও শিবপুর গ্রাম। ভাঙনের জেরে গঙ্গায় তলিয়ে গিয়েছে দশটিরও বেশী লিচু গাছ, গঙ্গার জলে কয়েক বিঘা কৃষি জমি। দিন কয়েক আগেই বড় দোতলা পাকা বাড়ি থেকে মান্দির একের পর এক তলিয়ে গেছে নদী গর্ভে । ক দিন কাটতে না কাটতেই পুনরায় ভাঙন । আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত কৃষি জমি গঙ্গার গ্রাসে গেলেও, যেকোন সময়ে বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। গঙ্গায় জলস্তর কমার সাথেই ভাঙ্গনের দাপট শুরু হয়েছে। গ্রাম জুড়ে উৎকণ্ঠা আর আতঙ্ক। নদী পাড়ে অসংখ্য মানুষের ভিড়, কখন কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, সেই ভেবেই মাথায় হাত ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। রাতে নেই চোখে ঘুম , দিনে নেই একটু স্বস্তির আহার ।