বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন, ব্রেক কষতেই রাস্তায়, সামসেরগঞ্জে মৃত্যু যাত্রীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজঃ বৃহস্পতিবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটু অসাবধানতার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। সামসেরগঞ্জের বাসুদেবপুরে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনা  ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মোস্তাক আহম্মেদ। বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুরে। এদিন ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি ব্রেক কষতেই সঙ্গে সঙ্গে খোলা গেট দিয়ে রাস্তায় ছিটকে পরেন, বাসের নীচে চাপা পরে যান যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আশঙ্কাজনক রক্তাক্ত উদ্ধার করে মহেসাইল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনাকে ঘিরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ।