বিশ্ব উষ্ণায়ন নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে বাই-সাইকেলে ভারত ভ্রমনে এলেন ইংল্যান্ডের দম্পত্তি। ব্যাঙ্গালোর থেকে শুরু হয়েছে এই সাইকেল যাত্রা। বুধবার সকালে এই দম্পতি এসে পৌছান মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে ফের ফারাক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতার পাশাপাশি দেশ ভ্রমনের উদ্দেশ্যে এই সাইকেল যাত্রায় সামিল হয়েছেন ব্রিটিশ দম্পত্তি। এদিন ওই ভ্রমণকারীদের উৎসাহিত করতে রাস্তায় ভিড় করেন সামশেরগঞ্জের সাধারণ মানুষ।