মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পৌরবোর্ড গঠনের পর শুক্রবার বহরমপুর পৌরসভায় নব নির্বাচিত চেয়ারম্যান , কাউন্সিলারদের সাথে সাক্ষাৎ করে উৎসাহ যোগালেন পৌর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । প্রথমে পৌর কাউন্সিলারদের সাথে আলাপচারিতা, সাক্ষাৎ ; তারপর একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী। মন্ত্রীর হাতে মুর্শিদাবাদের ঐতিহ্যমণ্ডিত কাঁসার তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী। উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় সহ একাধিক বিধায়ক, জন প্রতিনিধিরা।
এদিন পৌরসভা ভবনে আনুষ্ঠানিক ভাবে চারটি পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন, আধুনিক দূষণমুক্ত খাগড়া বৈদ্যুতিক শবদাহন কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও অন্যতম আকর্ষণ ‘চেয়ারম্যান অন কল’ নতুন পরিষেবারও উদ্বোধন করেন মন্ত্রী।
এদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল ‘ চেয়ারম্যান অন কল’ পরিষেবা। এক ফোনেই এবার চেয়ারম্যানের নাগাল পাবেন পৌর বাসিন্দারা। এছাড়াও এদিন পৌর স্বাস্থ্য কেন্দ্রের ৩২ জন কোভিড যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। সভা মঞ্চ থেকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জীকে শুভেচ্ছা জানিয়ে নিষ্ঠা ও দায়িত্বের সাথে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ফিরহাদ ।