বহরমপুরেও একাধিকবার এসেছেন এই অভিনেত্রী, প্রয়াণে শোক নাট্য মহলে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৬জুনঃ বহরমপুরে একাধিকবার নাটক করতে এসেছিলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার অভেনেত্রীর প্রয়াণে শোকের ছায়া বহরমপুরের নাট্য মহলেও। ঋত্বিক বহরমপুরের ফেসবুক পেজ থেকে শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, “তিনি আমাদের আপনজন- আমাদের আমন্ত্রণে নাট্য মেলায় এসেছেন তিন বার। একবার উদ্বোধক হয়ে। বেদনাহত চিত্তে স্মৃতির প্রতি  সশ্রদ্ধ প্রণাম”।

বুধবার  কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাতীলেখা সেনগুপ্ত  । বয়স হয়েছিল ৭১ বছর।  থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু ।   সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।

শোক জানিয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ তাঁর  প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর  অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি” ।