পাড়ায় হাজির করোনার টিকা Covid Vaccine at Doorstep

Published By: Madhyabanga News | Published On:

করোনার টিকা দিতে পাড়াতেই হাজির হচ্ছে গাড়ি। থাকছেন স্বাস্থ্যকর্মীরা, থাকছে টিকা দেওয়ার ব্যবস্থা। রেজিস্ট্রেশন করিয়েই দেওয়া হচ্ছে টিকা। টিকা নেওয়ার জন্য  দাঁড়াতে হচ্ছে না লাইনে। এমনই ব্যবস্থা নিয়ে   বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসনের সহযোগিতায় বহরমপুরে চালু হল  “ভ্রাম্যমান টিকাকরণ যান” | যাঁরা এতদিন পর্যন্ত করোনার টিকা পাননি বা করোনার দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়া বাকি তাঁদের জন্যই এই ব্যবস্থা |এদিন করোনার টিকা নিতে এলেন অনেকেই |গোরাবাজারের  বাসিন্দা আরতি ঘোষের  বয়স প্রায় ৮০ ; এতদিন পর্যন্ত করোনার কোনো টীকাই নিয়ে ছিলেন না | মঙ্গলবার ২৫ নং ওয়ার্ডে “ভ্রাম্যমান টিকাকরণ যান” থেকে করোনার প্রথম টিকা নিলেন আরতি ঘোষ |

আরতি ঘোষ জানাচ্ছেন,“এতদিন পর্যন্ত করোনার টিকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি | লম্বা লাইন আর ভিড়ের জন্য বাইরে আসতে ভয় করতো”  | আজকে লাইন ছাড়াই ধীরে সুস্থে করোনার টিকা নিয়ে খুশি এই বৃদ্ধার মতন অনেক বৃদ্ধ বৃদ্ধাই | টিকা নিলেন ১৫ ঊর্ধ্ব অনেকেও।

২৫নং ওয়ার্ড বহরমপুর আদালত সংলগ্ন হওয়ায় এদিন এই ভ্রাম্যমান টিকাকরণ যান থেকে নিলেন অনেক আইনজীবি সহ কোর্টের কর্মচারীরা  |বিশিষ্ট আইনজীবি আবু বাক্কার সিদ্দিকি এদিন এই ভ্রাম্যমান টিকাকরণ যান থেকে টিকা নেন | বহরমপুর  শহরের অনেক বাসিন্দাই পৌরসভা ও জেলা প্রশাসনের এই উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন |

মঙ্গলবার ভ্রাম্যমান টিকাকরণের ২৫ ও ২৮ নং ওয়ার্ডের দায়িত্বে ছিলেন বহরমপুর মিউনিসিপালিটির সিনিয়র পিএইচএ প্রিয়া সেনগুপ্ত | তিনি জানান, “শহরের ২৮ ওয়ার্ডেই প্রতিদিন এই ভ্রাম্যমান টিকাকরণ যান ঘুরবে, যাঁরা টিকা পাননি,বা যাদের এখনো কিছু ডোজ বাকি আছে তাঁদের জন্য এই ব্যবস্থা”| আরও জানা যায়  পথ শিশু এবং পথ চলতি মানসিক ভরসাম্যহীন রুগীদের  করোনার এই টিকা দেওয়া হবে ভ্রাম্যমান যান থেকে।  ।   ২৫ ও ২৮ নং ওয়ার্ড ছাড়াও বহরমপুর শহরের মোল্লাগেড়ের ধার ১৭ নং ওয়ার্ড একলাতেও এই টিকাকরণ যান গিয়ে পৌঁছায় | করোনা সংক্রমণ রুখতে ও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভিড় কমাতেই বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছেন বলেই জানা যাচ্ছে |