এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পঞ্চায়েত ভোটই লক্ষ্য, চলো গ্রামে যাই কর্মসূচি মহিলা তৃণমূলের

Published on: November 1, 2022

Madhyabanga News : চলো গ্রামে যাই । মহিলারা পৌঁছবে বাংলার প্রতিটি গ্রামের প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে । এমনই কিছু কথা নিয়ে পয়লা নভেম্বরই কর্মসূচি পালন করল মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি ।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে চলো গ্রামে যাই কর্মসূচিতে সামিল হল মহিলা তৃণমূল কংগ্রেস। ১লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হল এই কর্মসূচি। প্রতিটি বুথের প্রতিটা বাড়িতে মহিলাদের কাছে পৌঁছে যেতে এই উদ্যোগ নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বহরমপুরের ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গাকুন্দা প্রাইমারি স্কুলে কর্মসূচির অংশ হিসাবে মহিলাদের নিয়ে সভার আয়োজন করা হয়। ১২ই জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচী । এই সময় কালের মধ্যে বুথ কমিটির মহিলা কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে সবার অভাব অভিযোগ শুনবে এবং কোন সরকারি প্রকপ্লের প্রয়োজন থাকলে তাকে বা সেই বাড়িতে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাহায় করা হবে। এদিন সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিকে জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শাহানাজ বেগম সহ তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে মহিলা ভোটারদের দিকে টার্গেট রয়েছে তৃণমূলের । মহিলা ভোটারদের কিভাবে কাছে টানা যায় জনসংযোগের মাধ্যমে , সেই লক্ষ্যেই এই কর্মসূচি মহিলা তৃণমূলের। এমন টাই জানা গেছে এদিনে কর্মসূচি থেকে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now