এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নোটবন্দির ৫ বছরে কেন্দ্রকে খোঁচা অধীরের

Published on: November 8, 2021

নোটের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্দেশ্য নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে হয় ডিমনিটাইজেশন ( Demonetization)। এই শব্দের সাথে আমাদের পরিচিতি ঘটে। দেখতে দেখতে কাটল পাঁচ বছর। কী হল এই পাঁচ বছরে? যা নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু থেমে নেই। নোটবন্দির পাঁচ বছরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, “সুবিধা কিছুই হয়নি! ডিমনিটাইজেশন যে উদ্দ্যেশ্যে করা হয়েহিল পুরোটাই ব্যর্থ। ডিমনিটাইজেশন করে ভারত সরকার বলেছিল আমরা নকল নোট ছাপানো বন্ধ করব, আমরা সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বন্ধ করব এবং ভারতবর্ষের মানুষ ক্যাশে নয় ডিজিটাল ট্রানজ্যাকশন করবে”। দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রের বিরোধিতায় অধীর আরও বলেন, ” যেদিন নোট বন্দি হল ভারতবর্ষের বাজারে ক্যাশ ছিল ১৭ লক্ষ কোটি টাকা আজকে ৫ বছর পর ভারতবর্ষের বাজারে ক্যাশ হচ্ছে ২৬ লক্ষ কোটি টাকা। তাহলে মোদির তত্ত্ব ফ্লপ। নোট বন্দি করে বলেছিল নগদ কারবার বন্ধ হবে ইলেকট্রনিক কারবার ডিজিট্যাল কারবার চলবে, কোথায় গেল! ক্যাশ তো বেড়ে গেল বাজারে। নগদ ক্যাশের পরিমান বেড়ে গেল বাজারে, এটা আমি নয় বির্জাভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে। তাহলে মোদীর সব তত্ত্ব ব্যার্থ”। মোদীর বিরোধিতায় নোটবন্দির প্রসঙ্গের সাথেই করোনা পরিস্থিতি নিয়েও অধীরের তীব্র কটাক্ষ, ” মোদী ভেবেছিলেন করোনা ঠেকাবে থালা বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে। করোনা ঠ্যাকাতে পারেননি । সরকারি হিসাবে সাড়ে ৪ লক্ষ মৃত্যু, বেসরকারি হিসাবে ৩০ লক্ষ মানুষের মৃত্যু। মোদী বলেছিলেন ভারতবর্ষের মানুষকে ভ্যাক্সিনেশন করিয়ে দেবেন, বিজেপি সরকারের মন্ত্রী বলছেন মাত্র ৩০% মানুষের ডবল ভ্যাক্সিন হয়েছে, কে ব্যার্থ? মোদী ব্যর্থ, ভারতবর্ষের বিজেপি পার্টি ব্যর্থ”।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now