মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ নেতাজীর জন্মদিনে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুরে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমনের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে । ফরওয়ার্ড ব্লক জেলা সভাপতি, প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্ত্তীর নেতৃত্বে মিছিল করে যাওয়ার সময় রানীনগর ১ তৃণমূল ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হামলা চালান হয় বলে অভিযোগ। বিভাস চক্রবর্তী জানান, ” প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল হচ্ছিল । নেতাজুল ইসলাম লাঠি নিয়ে হামলা করেন। আমাকে বুকে ঘুষি মারা হয়। ব্যাজ কেড়ে নেওয়া হয়। কর্মীদের উপর হামলা হয়। পরিকল্পিতভাবে হামলা হয়েছে। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা “। ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে ইসমামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নেতাজীর মূর্তিতে মালা দেওয়া নিয়ে ধুন্ধুমার ইসলামপুরে, আক্রান্ত সংবাদমাধ্যমও । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Published on: January 23, 2023













