চন্দন দাস বহরমপুর ২২ শে ফেব্রুয়ারী – বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য নয়, বিধানসভা ভোটের আগে বহরমপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামানিক ওরফে ডনু। বহরমপুরের মহকুমা শাসকের বদলে প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামানিক ওরফে ডনুকে প্রশাসক পদে বসানো হল সোমবার। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করবেন বলেই পৌরসভা সুত্রে জানা গেছে। প্রশাসক হিসেবে নিয়োগের সেই চিঠি সোমবার হাতে পান জয়ন্ত প্রামানিক। প্রশাসকের দায়িত্ব পেয়ে মানুষের জন্য কাজ করাই প্রধান লক্ষ হবে, জানালেন তিনি। উল্লেখ্য, ২০১৮ র শেষের দিকে বহরমপুর পৌরসভার মেয়াদ শেষ হবার পর বহরমপুর পৌরসভার দায়িত্ব যায় প্রশাসকের হাতে। তৃণমূল সুত্রে জানা গেছে নীলরতন আঢ্যকে কোনভাবেই জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বহরমপুর পৌরসভার প্রশাসকের চেয়ারে বসাতে আগ্রহী ছিলেন না । নীলরতন আঢ্যর কংগ্রেস দলের ঘনিষ্ঠ হবার খবর চাউর হতেই তৃণমূল শীর্ষনেতৃত্ব দ্রুত ভাইস চেয়ারম্যানকে দ্বায়িত্ব দিলেন। সাথে প্রাক্তন কাউন্সিলার বাবন রাায়কে সদস্য হিসেবে যুক্ত করলেন। দুজনেই বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জীর ঘনিষ্ঠ বলে জানা গেছে।