নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করায় কান্দিতে দোকান সিল করল পৌরসভা

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News : ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । সরকারি নির্দেশ অমান্য করায় কান্দিতে চারটি দোকান সিল করে দিল পৌরসভা। ১লা জুলাই থেকে নিয়ম কার্যকর হলেও এখনও বিভিন্ন জায়গায় মতোই কান্দি পৌরসভা এলাকাতে চলছে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার। বহুবার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে , এরপরেও অনেক জায়গায় এই প্লাস্টিকের ব্যবহার দেখা যাচ্ছে। শুক্রবার কান্দি পৌরসভার পক্ষ থেকে কালি বাড়ি রোডে অভিযান চালান হয়। সেখানে দোকান গুলিতে তল্লাশি করে পৌরসভার আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মীরা। দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু প্লাস্টিক প্যাকেট। সরকারি নির্দেশ না মানায় এচারটি দোকান সিল করে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরপিতার দাবি ওই ব্যবসায়ীদের সর্তক করা হয়েছিল কিন্তু তা সরকারি নির্দেশ না মানায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।