মধ্যবঙ্গ নিউজঃ ঈদের সকালে নামাজ সেরে বাড়ি ফিরে এসে দেখেন জ্বলছে বাড়ি। এই মর্মান্তিক ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার দুইপ্রান্তে।
নবগ্রামের কিরীটেশ্বরী অঞ্চলের বেলেপুকুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। শনিবার সকালে ঈদের নামাজ সেরে বাড়ি ফিরে দেখেন ভয়াবহ আগুনে ভস্মীভূত তাঁর বাড়ি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা আসবাব থেকে সোনার গহনা ও নগদ টাকা এমনকি গবাদি পশুও।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ডোমকলের মালতিপুর এলাকায়। ঈদের সকালে নামাজ পড়তে যান বৃদ্ধ মহিদুল মন্ডল। বাড়িতে রান্না করছিলেন তাঁর স্ত্রী। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। নামাজ সেরে বাড়ি ফিরে মহিদুল মন্ডল দেখেন দাউদাউ করে জ্বলছে তাঁর বাড়ি। ঘরে থাকা আসবাব পত্র থেকে টাকা পয়সা সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিনও। এখন নিয়ন্ত্রণে আগুন। কিন্তু পুড়ে শেষ বাড়ির সব কিছুই।
ঈদের সকালে এই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আগুনে সব কিছু হারিয়ে সরকারি সাহায্য চাইছেন ক্ষতিগ্রস্ত পরিবার।