পুরনো বছর পার করে এল নতুন বছর। ১ লা বৈশাখ। নতুন বছরে আনন্দ মুখর মুর্শিদাবাদ জেলা। সকাল সকাল মন্দিরে দেবীর আরাধনায় দর্শনার্থীদের ঢল। কান্দির প্রাচীন ও ঐতিহ্যশালী দোহালিয়া কালি বাড়িতে রবিবার কালি মায়ের আরাধনায় ভক্তরা। দিনভর চলে ভক্তদের সমাগমে জমজমাট মন্দির প্রাঙ্গণ।