নতুন পিএফ অফিস বহরমপুরে। বিড়ি শ্রমিকরা পাচ্ছেন সুযোগ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  বহরমপুরে বিএসএনএল- এর  অফিস সঞ্চারিকায়  এমপ্লয়িস্ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রিজিওনাল অফিসের উদ্বোধন হল সোমবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যডিশনাল পি এফ কমিশনার রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগের বিল্ডিং এর থেকে এই বিল্ডিং আরও উন্নত এবং এখানে সাধাররন মানুষ অনেক বেশি সুবিধা পাবে বলে জানান  সংস্থার আধিকারিকেরা।

মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকের সংখ্যা প্রায় ১৩ লক্ষ  । বিড়ি শ্রমিকদের  মধ্যে অনেকেই জানেননা পিএফ’এর কথা ।  তাদের  কথা মাথায় রেখেই প্রতি মাসের ২৭ তারিখ জেলার পাঁচটি মহকুমাতেই অনুষ্ঠিত হচ্ছে “নিধি আপকে নিকট” । যারা ই পি এফ সম্পর্কে অবগত নন তাঁদের জন্যই এই কর্মসূচি , বলে জানান আধিকারিকেরা। এর পাশাপাশি অ্যডিশনাল পি এফ কমিশনার রাজীব ভট্টাচার্য আরও জানান , বিড়ির যে বড় কোম্পানি গুলো রয়েছে তাদের জানানো হয়েছে । বিড়ি শ্রমিকদের জন্য UAN ADHAR LINK এর যে ক্যাম্প হচ্ছে সেখানে তাঁরা যেন দ্রুত আধার লিংক করান । যে বিড়ি শ্রমিকরা আধার  লিংক করাতে পারছিলেননা বা মালিকেরাও কাজ করতে পারছিলেননা তাদের কথা মাথায় রেখেই ৩১ শে মার্চ পর্যন্ত সময় সীমা ছিল তা বাড়ানো হয়েছে । এর সাথে তিনি জানান জেলার সদর শহরেই এই অফিস হওয়ায় আরও সুযোগ সুবিধা পাবে সাধারণ মানুষেরা ।