“দু’দিন পর সাইকেল চালাতে হবে”, পেট্রোল ১০৭’এ নাজেহাল আমজনতা Petrol Price Hike

Published By: Madhyabanga News | Published On:

কেউ বলছেন দু’দিন পর গাড়ি ছেড়ে ফের সাইকেল চালাতে হবে। কেউ বলছেন মেনে নেবেন। কেউ আবার হিসেব করছেন পেট্রোলের দাম ২০০ ছোঁবে কবে।  তেলের দাম ফের বাড়ায় বহরমপুরে পেট্রল পাম্পে ঢুঁ মারলে শোনা যাচ্ছে এসব কথাই।

ফের বেড়েছে  পেট্রোল ডিজেলের দাম ।  লিটার পিছু পেট্রোলের দাম বাড়ল ৩৫-আর ডিজেলের দাম বাড়ল ৩৭ পয়সা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এনিয়ে ১৫ বার বাড়ল পেট্রোলের দাম।

অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল ১৮ বার। সেঞ্চুরি আগেই পেড়িয়েছিল পেট্রোলের, এবার তা বাড়তে বাড়তে প্রায় ১১০এর দৌরগোড়ায়। ডিজেল আসতে আসতে সেঞ্চুরির পথে। এই ভাবে লাগাতার দাম বেড়ে চলায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের।

বহরমপুরে পেট্রোল পাম্পের ছবি

” পেট্রোলের  দামের সাথেই সব জিনিসের দাম বাড়ছে। পেট্রোলের দাম   আগামী দিনে ১৫০ হবে না সেই গ্যারেন্টি কেউ দিতে পারছেন না” , বলছেন বহরমপুরের বাসিন্দা ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। ১৫০ নয়, ২০০ ও দাম পৌঁছাবে কিনা তা ভাবতে হবে, পাশ থেকে টিপ্পনী কাটছেন তেল নিতে আসা সাইফুল ইসলাম।

কোথায় দিয়ে থামবে পেট্রোল ডিজেলের দাম তা নিয়ে সংশয়ে আমজনতা। এই ভাবে দাম বাড়লে আগামী দিনে গাড়ির চাকা গড়াবে কি করে তা নিয়ে চিন্তায় সকলে।