মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কী হবে সাগরদিঘিতে আজ রেজাল্ট সাগরদিঘির ভোটের ৷ । সকালেই শুরু হবে সাগরদিঘির উপনির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগরদিঘি কামাদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ে এই কলেজে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ, রয়েছে ফ্রি ওয়াইফাই জোনও। কী হবে সাগরদিঘির ভোটে ? নজর সব পক্ষের। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সাগরদিঘিতে যে দল জিতবে , পঞ্চায়েতে মনোবলের দিকে এগিয়ে যাবে সেই দল। একুশে বিধানসভায় সাফল্যের ট্র্যাক রেকর্ড তাই ধরে রাখতে মরিয়া তৃণমূল। সাগরদিঘির ভোট জোট রাজনীতিরও অ্যাসিড টেস্ট। সাগরদিঘিতে শক্তি, সংগঠন রয়েছে বাম কংগ্রেস দুই পক্ষেরই। কিন্তু জোট হলে ভোট কোন দিকে যায় সেদিকে তাকিয়ে দুই দলের নেতারা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতেই প্রথম ভোটে ঘাসফুল। ২০১১ সালে জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে এই আসনে জয়ী হয়েছিলেন সুব্রত সাহা। এই আসনে তৃণমূলকে হারিয়ে শেষের শুরুর বার্তা দিতে চাইছে কংগ্রেস, বিজেপি। যদিও জয় নিয়ে আত্মবিশ্বসের শুর শোনা গিয়েছে তৃনমূল প্রার্থী থেকে নেতাদের গলায়। প্রশাসনিক সূত্রের খবর, ভোট গণনার জন্য ১৬ টি টেবিলে প্রায় ১৫ রাউন্ড ধরে চলবে ভোট গণনা। সমস্ত রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সকাল ৬টা থেকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন। ভোট গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ভোট গণনা কেন্দ্র ঘিরে রাখা হয়েছে
টানটান উত্তেজনায় সাগরদিঘিতে শুরু ভোট গণনা। হাওয়া কার দিকে ?
Published By: Madhyabanga News |
Published On: