জেলা ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

Madyhabanga News:জেলা ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলবার বহরমপুর রবীন্দ্রসদনে। বাউল, কবিগান, আলকাপ, রায় বেশে বিভিন্ন আঙ্গিকের ৫০০ জন শিল্পী মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লক থেকেই এই কর্মশালায় অংশ নিলেন এদিন। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, সরকারি প্রকল্পের প্রচারে লোকশিল্পদের মাধ্যমে গ্রামে গঞ্জে প্রচার চালানো হয়। সমাজ সচেতনতার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে লোক শিল্পীদের। তাদের আরও সমৃদ্ধ করতেই তথ্য এক ছাদের তলায় এনে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হল। এদিনের কর্মশালায় মূলত শিল্পীদের সরকারি নতুন প্রকল্প বিষয়ে জানানো হয়, সেগুলো তারা পরবর্তীতে গান ও শিল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবেন জেলার বিভিন্ন প্রান্তে।