চন্দনের ফোঁটা, শঙ্খধ্বনিতে বরণ শিশুদের, প্রথমবার স্কুলে এসে খুশি শিশুরা

Published By: Madhyabanga News | Published On:

প্রথম বার স্কুলে আসলো পড়ুয়ারা, তাদের বিদ্যালয়ে স্বাগত জানান হল চন্দনের ফোঁটা, শঙ্খধ্বনি ও ফুল দিয়ে। করোনার জেরে প্রায় ২ বছর বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়ের দরজা, উবছর পর সোমবার থেকে খুলল তা, তবে ক্লাসরূপে বসে পঠনপাঠন নয়, পাড়ায় শিক্ষালয়ের মধ্যে দিয়ে শুরু হল প্রাথমিকের পঠন পাঠন। যারা প্রাকপ্রাথমিক বা প্রাথমিকে পড়াশোনা করতে তাদের জন্য প্রথমবার স্কুলে যাওয়া। নবগ্রামের ৪১ নম্বর নগরা নীরদা দেবী আদিবাসী নিন্ম বুনিয়াদী বিদ্যালয়ের মাঠেই শুরু হল পাড়ায় শিক্ষালয়।

প্রথম বার বিদ্যালয়ে আসার সময় কচি কাঁচাদের চন্দনের ফোঁটা, শঙ্খধ্বনি ও ফুল দিয়ে বরন করে নেওয়া হল প্রাক প্রাথমিক ও প্রাথমিকের পড়ুয়াদের। করোনা বিধি মেনে স্কুল মাঠেই সকলকে বসানো হয় এবং তাদের প্রথম পড়াশোনার পাঠ দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
বাড়ির বাচ্চারা স্কুলে যাওয়ায় খুশি অভিভাবকেরাও।