গ্রামে পদ্মার জল, জলঙ্গীতে স্কুলে আশ্রয় নিলেন গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

পদ্মার জলে প্লাবিত জলঙ্গীত বহু গ্রাম।   জলঙ্গী বিধানসভার অন্তর্গত সাহেবনগর অঞ্চলের সীতানগর,বিশনম্বর,খাসমহল,চরকাকমারী দক্ষিণ এলাকা   বন্যার জলে প্লাবিত । দুর্গতদের সরিয়ে আনা হয়েছে স্কুলে, সেখানেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। কোনরকমে চলছে দিন।

পদ্মার জলে প্লাবিত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক থেকে শুরু করে ভগবানগোলা ২ নম্বর সহ জলঙ্গির বিস্তীর্ণ অঞ্চল। ফরাক্কা ব্যারেজেড় সব কটি লক গেট খুলে দেওয়ায় জলস্তর বেড়েছে পদ্মায়। পদ্মার জল ঢুকছে গ্রামের ভেতর।

 

ঘরবাড়ি রাস্তাঘাট, চাষের জমি জলের তলায়। কবে জল নামবে, পরিস্থিতি স্বাভাবিক হবে জানেন না কেউ, আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন যাপন করছেন গ্রামের মানুষ।