এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কোভিড থেকে ডেঙ্গি, রাত জেগেও আক্রান্ত ! CMOH নিগ্রহে ক্ষোভ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের

Published on: October 14, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে সিএমওএইচ নিগ্রহের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার নিজের অফিসেই আক্রান্ত হন মুর্শিদাবাদের সিএমওএইচ ডাঃ সন্দীপ সান্যাল। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাসের সামনেই মারধর করা হয় স্বাস্থ্যকর্তাকে। কলার ধরে হেনস্থা করা হয়। ঘটনার পর কার্যত বিধায়ককে আটকে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা।

শুক্রবারও এই ঘটনার প্রতিবাদে বেলডাঙ্গায় মিছিল করলেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। বেলডাঙ্গার  বিএমওএইচ ডাঃ রাজেশ কর   বলেন, ” এই নির্যাতন অনভিপ্রেত, অকল্পনীয় । আমরা নিন্দা জানানোয় ভাষা খুঁজে পাচ্ছি না। দোষীদের কঠোর সাজা না দেওয়া হলে স্বাস্থ্যকর্মীরা আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব”। এদিন কান্দিতেও মিছিল করেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা বলেন, কোভিড থেকে ডেঙ্গি, রাত জেগে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। নেই ঈদের ছুটি, নেই পুজোর ছুটি।  এই রকম সময়ে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর শীর্ষ আধিকারিকের উপর এই হামলা অত্যন্ত নিন্দার।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now