কুড়িয়ে পাওয়া ২১ হাজার ফেরালেন রানীনগরের যুবক

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েম : রানীনগর ৪ঠা জুলাই – কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লো এক যুবক। সোমবার মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারী রাইজত পাড়া গ্রামের ঘটনা। জানা যায়, সোমবার সকালবেলাই মাছ কেনার জন্য শেখপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেই জামিরুল সেখ। তারিই মাঝে পকেট থেকে পড়ে যায় মানিব্যাগ। মাঝ পথে পকটে হাত দিয়ে দেখে তার মানিব্যাগ উধাও। তখনিই প্রচুর মানসিক ভাবে ভেঙে পড়ে। ঘটনা জানাই স্থানীয়দের। স্থানীয়দের সহযোগিতায় পাশের একটা মসজিদে মাইকিং করে জানাই ঘটনার বিস্তারিত। তার কিছুক্ষন পরেই এলাকার ই হুমায়ুন কবির নামের এক যুবক রাস্তাই কুড়িয়ে পায় একটি মানিব্যাগ। খুলে দেখতেই দেখে মানিব্যাগে ২১,২০০টাকা এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট ছিল। তৎক্ষণাৎ কাতলামারী ১ এর পঞ্চায়েত এর প্রধান বাসুদেব সাহা কে জানান ঐ যুবক। ততক্ষনে জেনে গেছিল জামিরুলের মানিব্যাগ হারানোর কথা। কাতলামারী ১ তৃণমূল পার্টি অফিসে জামিরুল শেখ কে ডাকা হয়। তারপর পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে হারিয়ে যাওয়া ব্যক্তির মানিবাগ ফেরত দেয়া হয়। সেই মানিব্যাগ পেয়ে জামিরুল সেখ ভীষণ খুশি।