কলকাতা থেকে কান্দি ফেরার পথে উল্টে গেল সরকারি বাস

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ কলকাতা থেকে কান্দি ফেরার পথে রাস্তার পাশে একটি কালভার্টে ধাক্কা মেরে উল্টে গেল একটি সরকারি বাস। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কান্দি বর্ধমান রাজ্য সড়কের উপর কান্দি থানার লাহারপাড়া গ্রামের কাছে। অপরদিকে ঘটনার পর বাসের যাত্রীদের চিৎকার ও বাসের বিকট শব্দে এলাকার বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।  পুলিশকে খবর দেওয়া হলে কান্দি থানার আই সি সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে।  আহতদের উদ্ধার কাজে হাত লাগায়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  , সরকারি বাসটি এদিন কলকাতা থেকে বিকেল বেলা ছেড়ে কান্দির দিকে আসছিল। সন্ধ্যা থেকেই এদিন কান্দি জুড়ে প্রচণ্ড বৃষ্টি চলতে থাকায় সম্ভবত পথ দেখতে না পেয়ে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাহারপাড়ার কাছে প্রথমে একটি কালভার্টে ধাক্কা মারে এবং রাস্তার পাশে উল্টে যায়।

প্রাথমিকভাবে বাস থেকে ১৮  জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অপরদিকে কান্দি মহকুমা হাসপাতালে ১০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের ভর্তি করা হয়। সকলেই কলকাতা থেকে কান্দি ফিরছিল। আহতদের বেশিরভাগই কান্দির বাসিন্দা। অপরদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।