মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠল গ্রামে। কখনও কারও বাড়িতে, কখনও বা পোলট্রি ফার্মে কখনও আবার ঘরের জানালায় লাগছে আগুন। গত কয়েক দিন ধরে রাতের অন্ধকারে এখন ভাবেই অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত বেলডাঙা থানার দেবকুন্ডু লহরপাড়া এলাকার মানুষ ।
স্থানীয়দের অভিযোগ বেশ কিছু দিন থেকে এলাকায় কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে তান্ডব চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটাচ্ছে।
এই ঘটনায় গ্রামবাসীদের পক্ষ থেকে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার ঘটনার তদন্তে এলাকায় যায় পুলিস, বিভিন্ন জায়গা ঘুরে দেখে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।