এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

একসপ্তাহ ধরে নিখোঁজ বেলডাঙ্গার রাহুল সেখ! ছেলের জন্য উদ্বিগ্ন মা আনোয়ারা বিবি

Published on: October 20, 2022

১৩ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে আনোয়ারা বিবির ১১ বছরের ছেলে রাহুল নিখোঁজ। বেলডাঙ্গার মহেশপুর গ্রামের ছেলে রাহুল সেখ কে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ এক সপ্তাহ ধরে। পরিবারের তরফে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

বৃহস্পতিবার সকালে শেষ বারের মতো রাহুল শেখকে তাঁর গ্রামে দেখা গেছে। পরিবারের তরফে রাহুলের যে বিবরণ দেওয়া হয়েছে তা হলঃ বয়স – ১১ বছর, উচ্চতা – ৩.৮ ইঞ্চি, গায়ের রং – শ্যামবর্ন, বাবার নাম- মুবারক শেখ, গ্রাম- মহেশপুর, পোস্ট অফিস- ঝুনকা, থানা- বেলডাঙ্গা, জেলা – মুর্শিদাবাদ, পিন – ৭৪২১৩৪। হারিয়ে যাওয়ার দিন পরনে ছিল কলা পাতা রঙের টিশার্ট, হাপ প্যান্ট
কপালে বাম দিকে কাটা দাগ ও বাম হাতের আঙ্গুলে কাটা দাগ আছে। রাহুলের পরিবারের যোগাযোগ নম্বর – 8436824241

ছেলে কে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন মা আনোয়ারা বিবি। ১১ বছরের ছেলে রাহুলকে না পেলে কিছুতেই শান্ত হতে পারছেন না তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now