আত্মঘাতী হবার, প্রিয়জনকে বিপদে ফেলার, প্রিয়জনদের চিরবিচ্ছেদের পথ দেখানোর কাজে বিরত থাকুনঃ আর্জি চিকিৎসকদের   

Published By: Madhyabanga News | Published On:

আত্মঘাতী হবার, প্রিয়জনকে বিপদে ফেলার, প্রিয়জনদের চিরবিচ্ছেদের পথ দেখানোর কাজে বিরত থাকুনঃ আর্জি চিকিৎসকদের                                                                                       “আত্মঘাতী হবার, প্রিয়জনকে বিপদে ফেলার, প্রিয়জনদের চিরবিচ্ছেদের পথ দেখানোর কাজে বিরত থাকুন”, উৎসবের মধ্যে আর্জি জানালেন চিকিৎসকরা।
চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস- ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়েছে, “ সমস্ত রকমের বৈজ্ঞানিক বিধিকে অগ্রাহ্য করে রাজনৈতিক দলের নেতাদের মদতে, প্রশাসনের সহায়তায় পুজোর আড়ম্ভর, উদ্বোধনের আতিশয্য আমাদের হতবাক করল, বিস্মিত করল, পুনরায় হতাশ করল” ।
চিকিৎসকরা নিজেদের আশঙ্কা প্রকাশ করেছেন। লিখেছেন চিকিৎসকদের আশঙ্কা সত্যি হলে তার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলিকে, প্রশাসনকে, সরকারকে।
চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছেঃ
“ প্রশাসনের তরফ থেকে অবিলম্বে সমস্ত বিধিনিষেধের শিথিলতা প্রত্যাহার করে নেওয়া হোক।
এখনই কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানো হোক, করোনা মহামারীর আন্তর্জাতিক স্বীকৃত সংস্থাকে সম্পূর্ণ মান্যতা দিয়ে। প্রকৃত সংখ্যা প্রকাশিত হোক– জনগণকে যথাযথ সতর্ক করার জন্য”।
চিকিৎসকরা লিখেছেন, “ রাজ্যবাসীর কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা পূজোর, বিসর্জনের হুল্লোড়, জমায়েত থেকে বিরত থাকুন। আত্মঘাতী হবার, প্রিয়জনকে বিপদে ফেলার, প্রিয়জনদের চিরবিচ্ছেদের পথ দেখানোর কাজে বিরত থাকুন” ।

এসোশিয়েসন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, ডক্টরস ফর ডেমোক্রাসি, হেলথ সার্ভিস এসোশিয়েসনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে।