তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল ছবি। আক্রান্ত বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরলেন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়।বহরমপুরে ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাস জানান, বুথে পরিদর্শনে যাওয়ার পথে মহাকালী পাঠশালা স্কুলে ভোট কেন্দ্রে গেলে সেখানেই পুলিশের বাঁধার মুখে পরেন। অভিযোগ, এরপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। কোনরকমে পালিয়ে যান।
এই কিছু পরেই দেখা যায় অন্য ছবি। নাড়ুগোপাল মুখোপাধ্যায়ে অভিযোগ, শহরে ভয়ের আবহাওয়া তৈরী করছেন অধীর চৌধুরী। নাড়ুগোপাল বলেন, হামলা কে করেছে জানি না। মনে হচ্ছে, এটা অধীর চৌধুরীর ষড়যন্ত্র।