আহত কংগ্রেস কর্মীদের দেখতে গিয়ে হাসপাতালে আক্রান্ত কংগ্রেস বিধায়ক। আমতলা গ্রামীণ হাসপাতালের ঘটনা। বৃহস্পতিবার হাসপাতালে কংগ্রেস বিধায়ক আবু তাহের খান এলে উত্তেজনা বাড়ে, শুরু হয় শাসক দলের কর্মীদের সাথে কংগ্রেস কর্মীদের অশান্তি। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। আক্রান্ত নওদার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার দুপুরে নওদার আমতলা গ্রামীণ হাসপাতালের কাছে আক্রান্ত হন তিনি। জানা যায় নওদা পঞ্চায়েতের পাশেই স্থানীয় ক্লাবে বুধবার রাতে ঝড় বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযোগ, আশরাফ খান, হাবিব সেখ নামে দুই কংগ্রেস প্রার্থী কে মারধর করে তৃনমূল কংগ্রেস কর্মীরা। তাদের আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বৃহস্পতিবার দুপুরে আহত প্রার্থীদের দেখতে যান নওদার বিধায়ক আবু তাহের খান। সেখানে শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হন তিনি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চলে ইট বৃষ্টি, গুলি। পরিস্থিতি বেগতিক বুঝে বিধায়কের নিরাপত্তারক্ষী শুন্যে গুলি ছোড়ে। ঘটনার প্রেক্ষিতে নওদা এলাকায় আমতলা রাধানগর রাজ্যসড়ক অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা। এলাকায় ব্যাপক উত্তেজিনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে অন্যদিকে তৃনমূলের দাবী, নওদা পঞ্চায়েতের পাশেই স্থানীয় ক্লাবে বুধবার রাতে ঝড় বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ক্লাবের সদস্যরা পঞ্চায়েত প্রধান কে অশ্রাব্য ভাষায় গালাগালি করে বলে অভিযোগ তৃনমূলের। প্রতিবাদ করায় চলে ইট বৃষ্টি। আহত হয় কয়েকজন তৃনমূল সদস্য। আমতলা হাসপাতালে আহতদের দেখতে আসেন তৃনমূল নেতা কর্মীরা। অন্যদিকে আহত কংগ্রেস কর্মীদের দেখতে এলে বিধায়ক আবু তাহের খানের নেতৃত্বে গণ্ডগোল বাধে।