এখন খবরVideo Newsরাস্তা না দিলে ভোট বয়কট By Madhyabanga NewsPublished on: April 17, 2018 Follow Usরাস্তা দিন, ভোট নিন। আর তা না হলে ভোট বয়কট। মুর্শিদাবাদের ভগবানগোলার মহিসাস্থলি অঞ্চলের আলতাবটতলা এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন। পঞ্চায়েত ভোট সামনেই, অথচ রাস্তার বেহাল ছবির কোন পরিবর্তন নেই, অভিযোগ এলাকাবাসীদের।