Berhampore Police Station: মৌমাছি নিয়ে থানায় কেন ?

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Police Station: মৌমাছি নিয়ে বহরমপুর থানায় হাজির হলেন মৌমাছি পালকরা। কিন্তু মৌমাছি নিয়ে থানায় কেন ? মৌমাছি পালকদের দাবি, ওভারলোডিং গাড়ি আটকে রাখা হয়েছিল। তাই নাকি মৃত্যু হয়েছে হাজার হাজার মৌমাছির।

প্রতিবাদে মুর্শিদাবাদের জেলা শাসক-এর  দ্বারস্থ মৌমাছি পালকেরা । মৌমাছি পালকদের অভিযোগ, ২৯  মার্চ জঙ্গিপুর ব্রিজের কাছে তাদের মৌমাছি ভর্তি চারটি গাড়ি আটকান পরিবহন দপ্তরের  আধিকারিকেরা । দীর্ঘক্ষন গাড়ি আটকে রাখার পর চালান কেটে গাড়ি ছাড়া হয়। নেওয়া হয় ফাইনও।  এদিন তারা বহরমপুর থানার ( Berhampore Police Station) সামনে বিক্ষোভও দেখান।

আরও পড়ুনঃ Fake Teacher: ভুয়ো শিক্ষকের স্কুলের ক্লার্ক এবার সিআইডি’র জালে

তবে তার পর বহু মৌমাছির মৃত্যু হয়েছে মৌমাছির বলে দাবি মৌমাছি পালকদের।  এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখান মধুক্রান্তি বী ফার্মাস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। পরিবহণ  দপ্তরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবিতে সোচ্চার হন মৌমাছি পালকেরা। ওই সংগঠনের রাজ্য সভাপতি উৎপল দত্তের দাবি, বেআইনি ভাবে আটকে রাখা হয়েছিল মৌমাছি ভর্তি গাড়ি।