Fake Teacher: ভুয়ো শিক্ষকের স্কুলের ক্লার্ক এবার সিআইডি’র জালে

Published By: Madhyabanga News | Published On:

Fake Teacher: লোকসভা নির্বাচনের আগে ফের  সুতির গোঠা হাইস্কুলে শিক্ষক দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল সিআইডি (CID) । অভিযুক্ত প্রধান শিক্ষক ও শিক্ষকের পর এবার গ্রেফতার করা হয়েছিল। এবার সিআইডির জালে   গোঠা হাইস্কুলের ( Gotha High school )  করণিক আব্দুল রাহেদকে । গত ২৯শে মার্চ অভিযুক্ত গোঠা হাইস্কুলের করণিক আব্দুল রাহেদকে গ্রেপ্তার করে সিআইডি ৭ দিনের হেফাজতে নেয় আদালত থেকে। এরপর স্কুল বন্ধ থাকায় সোমবার দুপুরে সিআইডি তাকে নিয়ে যায় সুতির নুরপুরের চক সৈয়দ পুরে তার বাড়িতে। ২০১২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন এই করণিক। তবে এই বছর জানুয়ারি মাসে ইস্তফা দেন তিনি। এদিন সিআইডি’র গোয়েন্দারা ঐ করণিককে  নিয়ে গোঠা হাইস্কুলে পৌঁছায় এবং বিভিন্ন নথি সংগ্রহ করে।

উল্লেখ্য  জাল নথি ব্যবহার করে ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুল শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গোঠা হাই স্কুলের প্রধানশিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। আদালতের নির্দেশে এসআইটি গঠন করে সেই মামলার তদন্ত শুরু করে সিআইডি। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক, শিক্ষকের ছেলেকে । এই ঘটনায় আগেই স্কুল শিক্ষা দফতরের তিন জনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই  পূরবী বিশ্বাস,  শিক্ষা দপ্তরের কর্মী অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝিকে  আগে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। এদের পর এবার আরও একজনকে গ্রেপ্তার ওই স্কুলের করণিককে গ্রেপ্তার করল সিআইডি। এই চক্রের সাথে জড়িত কারা ? স্কুলের করণিককে সূত্র ধরেই তদন্ত এগতে চাইছে সিআইডি।