কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন জঙ্গিপুর মহকুমা হাস্পাতাল চত্বরে। হাসপাতালের সামনে জমা জল পায়ে ঠেলেই যাতায়াত করছেন রোগীর পরিবার। অভিযোগ, এই সমস্যা বহু দিনের। তবুও উদাসীন হাস্পাতাল কতৃপক্ষ।
বৃষ্টিতে জলমগ্ন হাস্পাতাল, দুর্ভোগে রোগী ও পরিবার
Published By: Madhyabanga News |
Published On:
