এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বাইরনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলার । কী বলছেন কংগ্রস প্রার্থী ?

Published on: February 22, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাগরদিঘিতে উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। মঙ্গলবার  বাইরন বিশ্বাসের বিরুদ্ধে হাওড়ার এক থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। সোস্যাল মিডিয়ায় সামনে এসেছে মহিলার বয়ানও। মহিলার দাবি,২০১৮ সাল থেকেই তিনি চেনেন বাইরনকে। বর্তমানে বাইরনের সাথে কোন যোগাযোগ রাখতে চান না তিনি। কিন্তু একাধিক মোবাইল ফোন থেকে তাকে বিরক্ত করছেন বাইরন।

ওই  মহিলার দাবি, বাইরনকে জনপ্রতিনিধি করা উচিত নয়। চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন যৌন নির্যাতন চালান বাইরন। নিয়ে গিয়েছেন কলকাতার বিভিন্ন হোটেলে। সোস্যাল মিডিয়ায় হয় পরিচয়। তারপর কলকাতার এক হোটেলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে দেখা করতে ডেকেছিলেন বলেও দাবি করেন ওই মহিলা। মহিলার দাবি, ব্ল্যাক মেল করার চেষ্টা করছেন বাইরন। আতঙ্কে আছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাইরন বিশ্বাস। বাইরনের দাবি, রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য চক্রান্ত চলছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now