এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে বন্ধ টোটো ! ফের ভরসা রিকশা

Published on: January 20, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বহরমপুর শহরে অবৈধ টোটো রুখতে কড়া প্রশাসন। প্রতিবাদে বহরমপুরে টোটো চালানো বন্ধ করে দিলেন টোটো চালকরা।  কার্যত ধর্মঘট ঘোষণা করেছেন বহরমপুরের টোটো চালকরা।  শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য শহরের বেশিরভাগ টোটো গাড়ি চলাচল বন্ধ । টোটো বন্ধ থাকায় সকাল থেকেই অসুবিধার মধ্যে পড়েছেন বহরমপুরে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যে। অনেকের ভরসাই রিকশা।

টোটো চালকদের তরফ থেকে দাবি করা হয়, গত দু’ দিন ধরে বহরমপুরে আরটিও অফিসের আধিকারিকেরা বিশেষ অভিযান চালাচ্ছেন । টোটো গাড়িকে সঠিক কাগজপত্র না থাকার জন্য তারা আটক করেছেন। পরিবহন দপ্তরের অভিযানের ভয়ে বৃহস্পতিবার থেকে বহরমপুর শহরের প্রচুর টোটো চালক তাদের গাড়ি আর রাস্তায় বার করেননি । শুক্রবারই সকাল থেকে বহরমপুর শহরের রাস্তা কার্যত ফাকা। রাস্তায় টোটো না চালিয়ে কার্যত প্রতিবাদে সামিল হয়েছেন টোটো চালকেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now