এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সাত বছরের কারাদণ্ডের নির্দেশ

Published on: January 15, 2018

প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : বহরমপুর ১৫ই জানুয়ারী –  ২০১২ সালে বেলডাঙ্গায় এক যুবতীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সোমবার বহরমপুরে প্রথম অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে আসামি ফিরোজ সেখের সাজা ঘোষণা হয়। ২০১২ সালের ৩ রা অগাস্ট বাড়িতে একা ছিল বেলডাঙ্গা থানার ভাবতা ডাকবাংলো এলাকার বাসিন্দা ২২ বছরের যুবতী টুকু মণ্ডল। বাড়িতে কেউ না

থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ফিরোজ সেখ, তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলার বিচার পর্ব। এই মামলায় ১০ জন সাক্ষী দেন। সমস্ত সাক্ষ গ্রহণের পর শেষ হয় বিচার পর্ব। সোমবার ফাস্ট ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক বিশ্বরূপ শেঠ আসামি ফিরোজ সেখকে ভারতীয়

দণ্ড বিধির ৩৭৬ নম্বর ধারায় দোষী সাবস্ত করেন এবং আসামির সাত বছরের জেল ও দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ

দেন।

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now