মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুক্রবার সাত সকালে রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল সাগরদীঘিতে। রাত থেকে নিখোঁজ ছিলেন সাগরদীঘির পোড়াডাঙ্গা এলাকার বাসিন্দা আলিম আলী। পরিবার সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে খাওয়ার পর ঘরে ঘুমাতে যান আলিম আলী।
গভীর রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে সাগরদীঘির পোড়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় জিআরপিকে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে আলীম আলির মৃত্যু হল বুঝে উঠতে পারছে না কেউই।