এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কোভিড কালে দিল্লিতে নিরাপদে  অধীর !  আক্রমণ ফিরহাদের

Published on: February 22, 2022

কোভিড কালে বহরমপুরের এমপি শহরের মানুষের পাশে ছিলেন না। তিনি দিল্লিতে , বাংলোর মধ্যে নিরাপদে ছিলেন বলে অধীরকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম ।  মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে  নির্বাচনী জনসভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি   অধীর চৌধুরীকে নিশানা করেন   পরিবহণ দপ্তরের  মন্ত্রী ফিরহাদ হাকিম । সরাসরি ব্যক্তি আক্রমণও করেন ফিরহাদ।

ফিরহাদের সরাসরি অভিযোগ, কোভিডের সময় শহরের মানুষের পাশে ছিলেন না   বহরমপুরের সাংসদ।  মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্ব, দুই প্রতি মন্ত্রী, সাংসদ, প্রবীণ নেতা, বিধায়কদের উপস্থিততে সভা করলেন বহরমপুর পৌরসভার ২৮ টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে।

গোরাবাজার নিমতলা মোড়ে জনসভা ঘিরে তৃণমূল নেতা কর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। রবিবার পৌরসভা ভোট মুর্শিদাবাদের সাত পৌরসভার। অন্যতম নজরকাড়া পৌরসভা  বহরমপুর পৌরসভা। পৌর নির্বাচনী জনসভা থেকেই এদিন সাংসদকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়লেন না ফিরহাদ হাকিম । বিজেপির বিধায়ককেও তীব্র ভাষায় কটাক্ষ করলেন। এছাড়াও সভা থেকে মডার্ন বহরমপুর গড়ার কথাও বলেন মন্ত্রী । বহরমপুরের বিধায়ককে নাম করেই নিশানা করেন ফিরহাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now