এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

অবৈধ বালি খাদানের অভিযোগ মুর্শিদাবাদের বড়ঞায় ! কান্দিতে আটক বালি বোঝাই ৭টি ট্রাক্টর

Published on: November 23, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কান্দিতে বালি বোঝাই  ৭টি  ট্রাক্টর আটক করেছে মহকুমা প্রশাসন  । কান্দির এস.ডি.ও নবীন চন্দ্র জানিয়েছেন, মঙ্গলবার তিনি বড়ঞা থেকে কান্দি ফেরার পথে লান্দির যশহরি আনুখা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বহড়া গ্রামে রাস্তার উপর পরপর বালি বোঝাই ট্রাক্টর দেখতে পান। তিনি ওভারলোডেড সেই ট্রাক্টর গুলিকে দেখতে গেলে ট্রাক্টর চালকরা পালিয়ে যায়।

ওভারলোড থাকায় সেই ট্রাক্টর গুলিকে আটক করা হয় । বর্তমানে সেগুলিকে কান্দির RMC -ময়দানে রাখা হয়েছে। ট্রাক্টরে বালি গুলি বৈধ না অবৈধ সেটা  জানতে এস.ডি.এল.আর কে নির্দেশ দেওয়া  হয়েছে বলে জানান কান্দির এস.ডি.ও নবীন চন্দ্র।

মহকুমা শাসক জানান, মুর্শিদাবাদের  বড়ঞায় অবৈধ বালি খাদান সংক্রান্ত অভিযোগ পেয়ে সরেজমিনে দেখতে যান তিনি। সেখান থেকে ফেরত আসার সময় ট্রাকগুলি দেখেন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now