Samserganj News সামসেরগঞ্জের সেই ওসি কেন সাসপেন্ড ? সঙ্গী আরও এক

Published By: Imagine Desk | Published On:

Samserganj News অশান্তির সময় তিনি ছিলেন সামসেরগঞ্জ থানার ওসি। সেই ওসিকে এবার সাসপেন্ড করা হল। আরও এক পুলিশ অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। এর আগে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি-কে বদলি করা হয়েছিল। সেই বদলির পিছনেও সামসেরগঞ্জ, সুতির ঘটনার আঁচ দেখেছিলেন অনেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে রুটিন বদলি হিসেবেই দেখানো হয়েছিল। কিন্তু এবার সরাসরি সাসপেন্ড করা হল সামসেরগঞ্জ থানার প্রাক্তন ওসি শিবপ্রসাদ ঘোষ এবং এসআই জালালউদ্দিন আহমেদ। জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে।

Samserganj News সামসেরগঞ্জ, ধূলিয়ানে অশান্তির পর অবশেষে ৫ মে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তার আগে ৩ মে সন্ধ্যায় এই সাসপেনশনের নোটিশ সামনে এসেছে। আগেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল ওই দুই পুলিশ অফিসারকে।

Samserganj News  ৬ মে ধূলিয়ান সামসেরগঞ্জের আক্রান্তদের সঙ্গে দেখা করতে গ্রাউন্ড জিরোতে  যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  Mamata Banerjee ! প্রশাসনিক সূত্রে এমনই প্রস্তুতি শুরু হয়েছে। দফায় দফায় সভা হচ্ছে।  মুখ্যমন্ত্রীর কর্মসূচী সফল করার জন্য মাঠে নেমেছেন শাসক দলের সাংসদ, বিধায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ  সূতি, ধূলিয়ান ও  সামসেরগঞ্জের ঘটনায়  নিয়ে শাসকের যে ফেস লস হয়েছে  তা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে  কড়ায় গন্ডায় পালটে দেওয়ার জন্য আয়োজন ও কৌশলের কোন ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন থেকে শাসক দল। রাজনৈতিক সূত্রের দাবি, সেই কৌশল থেকেই সাসপেন্ড করা হল দুই পুলিশ অফিসারকে।