Samserganj News সামসেরগঞ্জ ঘুরে রাষ্ট্রপতি শাসন চাইছেন রাজ্যপাল ! কাল মুখ্যমন্ত্রী

Published By: Imagine Desk | Published On:

Samserganj News  মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সামনে এল নতুন বিতর্ক। জানা গিয়েছে, মুর্শিদাবাদ সফর থেকে ফিরে কেন্দ্রীয় সরকারকে তাঁর রিপোর্ট  পাঠান পশ্চিমবঙ্গের  রাজ্যপাল সিভি আনন্দ বোস Dr. C. V. Ananda Bose। সেই  রিপোর্টেই  সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদের উল্লেখ করেছেন রাজ্যপাল।  সংবিধানের এই অনুচ্ছেদেই রয়েছে  রাষ্ট্রপতি শাসনের কথা । এনিয়ে রাজ্যপালকে নিশানা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Samserganj News  সূত্রের খবর রিপোর্টে দাবি করা হয়েছে ,  “ মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা” । বলা হয়েছে,  রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ। প্রশাসনিক ব্যর্থতা এ-ক্ষেত্রে তদন্ত করতে হবে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ করা হয়েছে।

Samserganj News  সামসেরগঞ্জ, সুতির অশান্তির পর  ১৮ এবং ১৯ এপ্রিল মালদহ এবং মুর্শিদাবাদ সফর করেন রাজ্যপাল ।

মালদহে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে তিনি। পরের দিন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধূলিয়ান পরিদর্শন করেন। ৫ এবং ৬ মে মুর্শিদাবাদ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । ৬ মে সামসেরগঞ্জ ও সুতিতে গ্রাউন্ড জিরোয় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে নয়া বিতর্কে যদিও রাজ্যপালকেই নিশানা করছে তৃণমূল কংগ্রেস।