Letter to President রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। অধীর চৌধুরীর দাবি রাজ্যে শাসকদলের কার্যকলাপে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রান্ত বিরোধী দলের কর্মীরা। অধীরের আরও দাবি রাজ্যে চলছে অঘোষিত জরুরীবস্থা।
রাজ্যে নেই মানুষের মৌলিক অধিকার। এইসমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’কে (Droupadi Murmu) চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেন, “নির্বাচনের আগে কোন ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন। বাংলায় না পঞ্চায়েত ভোট না পৌরসভার ভোট কোন ভোট আমাদের করতে দেই না। নির্বাচনের পর নতুন ধরণের অত্যাচার শুরু হয়েছে। আমাদের যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েত মেম্বার, পৌরসভার মেম্বার, তাদের ভয়ভীতি দেখিয়ে জবরদস্তি কেরে নেওয়া হচ্ছে। বাংলার মানুষের হয়ে আপনার কাছে ন্যায় বিচার চাইছি”।