Sagarpara হাতে তিনটি বস্তা নিয়ে দুজন যাচ্ছে কোথায়? দেখেই সন্দেহ হয় পুলিশের। আটক করা হয় দুজনকে। বস্তা খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। গ্রেফতার করা হয় দুজনকেই। বুধবার রাতে সাগরপাড়া থানার সিরোচর চারা বটতলা এলাকা থেকে পুলিশ এই ফেনসিডিল উদ্ধার করে।
Sagarpara পুলিশ সূত্রে জানা গিয়েছে-
Sagarpara গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে নাকা তল্লাশি শুরু করে সাগরপাড়া থানার পুলিশ। সিরোচর চারা বটতলা এলাকায় দুজনকে যেতে দেখে সন্দেহ হয়। তাদের কাছে ছিল তিনটি প্লাস্টিকের বস্তা। তা খুলতেই বস্তা থেকে বেড়িয়ে আশে ফেনসিডিলের বোতল।
Sagarpara কত পরিমাণ?
Sagarpara তিনটি বস্তা থেকে উদ্ধার হয়েছে ৬৭০ পিস ফেনসিডিল। গ্রেফতার করা হয়েছে আলমগীর সেখ এবং আক্তারুল ইসলামকে। ধৃতরা সাগরপাড়া থানার অন্তর্গত রমাকান্তপুর এলাকার বাসিন্দা। এই ফেনসিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার দুজনকেই সাত দিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ।