Nowda Arrest নওদাকান্ডে গ্রেফতার তৃণমূল কর্মাধ্যক্ষ কী দাবী করলেন ?

Published By: Imagine Desk | Published On:

Nowda Arrest মুর্শিদাবাদের নওদায় ধৃত কর্মাধ্যক্ষকে শনিবার পেশ করা হবে আদালতে। নওদা ব্লক অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের ঘটনায় ধৃত তৃণমূল পরিচালিত নওদা পঞ্চায়তে সমিতির Nowda Panchyet Samiti  বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল সেখকে বহরমপুর কোর্টে পাঠান হল শনিবার সকালে। বৃহস্পতিবার অফিসের মধ্যে মারধরের অভিযোগ ওঠে ব্লকের ক্যাশিয়ার তন্ময় দাসকে । এই ঘটনার প্রতিবাদ প্রতিবাদে শুক্রবার ব্লকের সমস্ত স্থায়ী কর্মীরা কর্মবিরতি করেন। পুলিশের পক্ষ থেকে ধৃত কর্মাধ্যক্ষকে হেফাজতে চেয়ে কোর্টে আবেদন করা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে।

Nowda Arrest কী হয়েছিল ? Nodwa TMC গ্রেফতার নওদার কর্মাধ্যক্ষ ! কী অভিযোগ ?

Nowda Arrest এদিন থানার বাইরে  কর্মাধ্যক্ষ তমাল সেখ বলেন, ” বিডিও অফিসে BDO Office   পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমাদের কয়েক জনের সঙ্গে  ক্যাশিয়ারের কথাকাটাকাটি হয়েছিল। তারপর উনি অভিযোগ করেন। সেই ভিত্তিতেই থানায় ডাকা হয়েছিল। ওখানে সিসিটিভি ফুটেজ  আছে। শুধু কথোপকথন হয়েছে”।