Nobogram Incident চালকের আসনে খালাসি? সাত সকালে পলসন্ডা মোড়ে ঘটে গেল এই পরিণতি

Published By: Imagine Desk | Published On:

Nobogram Incident ঘুমিয়ে লরি চালক। আর চালকের আসনে সদ্য গাড়ি চালাতে শেখা খালাসি! যা হওয়ার তাই হল! চালকের চরম গাফিলতির জেরে জাতীয় সড়কে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। দুর্ঘটনার ভয়াবহতায় চমকে উঠলেন স্থানীয় মানুষজন। শনিবার সাত সকালে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকাই বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় মৃত্যু হয় ভিলেজ পুলিশের। আহত হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ারও। শনিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নবগ্রামের পলসন্ডা মোড়ে।

Nobogram Incident কী ঘটল শনিবার সকালে?

Nobogram Incident পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় অভি ঘোষ নামে ৩৭ বছরের এক ভিলেজ পুলিশের। বাকি দুই সিভিক ভলান্টিয়ার প্রাণে বাঁচলেও তাঁদের আঘাত গুরুতর। মৃত পুলিশ কর্মী নবগ্রামের নারায়নপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বহরমপুরের দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা দেয়। লরির চাকায় পিষ্ট হন এক জন। আহত দুজন।

Nobogram Incident দুর্ঘটনার পরেই নবগ্রাম থানার পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। খালাসি জুলফিকরের দাবী- কলকাতা থেকে নলহাটি যাচ্ছিলেন। সদ্য গাড়ি চালানো শিখে জাতীয় সড়কে চালাচ্ছিলেন লরি। নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে ঘটে যায় দুর্ঘটনা। এই ঘটনায় খালাসি দায় চাপিয়েছেন লরি চালকের ঘাড়ে। অভিযোগ, লরি চালক মুস্তাফা ঘুমিয়েছিলেন। তাঁকে লরি চালাতে বাধ্য করা হয়।

Nobogram Incident চরম গাফিলতির বলি তরতাজা প্রাণ। কেন ঘুমিয়ে চালক? জাতীয় সড়কে নজরদারি এড়িয়ে কীভাবে ঘটল এই কাণ্ড? দুর্ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।