Murshidabad মুর্শিদাবাদে শুটআউট! দখলদারির অভিযোগ। তুঙ্গে রাজনৈতিক তরজা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নবাবি শহর মুর্শিদাবাদ। সরকারি জমি দখলকে ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। লালবাগ মহকুমা হাসপাতালের সামনেই সরকারি জায়গা দখলদারি ঘিরে দু দল দুষ্কৃতিদের তাণ্ডব! চলে এলোপাথাড়ি গুলি! গণ্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করে। সেই সঙ্গে গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শটার ও চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারি জমির দখলদারির বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থালে যান লালবাগের মহকুমা শাসক, এসডিপিও সহ পদস্থ আধিকারকরা। লালবাগ এসডিপিও অকলকর রাকেশ মহাদেব বলেন, ” একজনকে গ্রেফতার করা হয়েছে। জমি জবরদখল নিয়েই ঝামেলা হয়। আর কারা কারা জড়িত, তদন্ত জারি আছে ”

Murshidabad শহর মুর্শিদাবাদে রাজ্য সরকারের বিচার বিভাগের অধীনে মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজারের নিয়ন্ত্রণে রয়েছে নবাবী আমলের বহু সম্পত্তি। অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতী ওই জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চেষ্টা চালাচ্ছে।‌ মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার বলেন, ” এস্টেটের ১৩ একর জায়গা ট্যুরিজমকে হস্তান্তর করা হয়েছে। সেখানেই বেআইনি ভাবে নির্মাণ হচ্ছে। কেউই এখানকার বাসিন্দা নয়, শহরের বাইরে থেকে আসছে। কাউকে কিছু না জানিয়েই করছে। মৌখিক ভাবে বলাও হয়েছে কাজ বন্ধের। মালিককে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীকালে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।”

Murshidabad তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা –

Murshidabad  চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই নিশানা কংগ্রেসের। দুর্নীতির নয়া আঁখরা বলে কটাক্ষ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বলেন, ” ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গে দুর্নীতির নয়া কারখানার নাম। তারই ভিত্তিতে জমির উপরে কব্জা করার লড়াইয়ে তৃণমূলের গুন্ডাবাহিনী একে ওপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে আছে। এই ঘটনা আগামী দিনেও বাড়বে।”

Murshidabad থেমে নেই বিজেপিও। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বলেন, ” বোমা উদ্ধার হচ্ছে, বোমা বাঁধছে, মারছে, গুলি চলছে- পুরো অস্ত্র কারখানা বানিয়ে ফেলেছে মুর্শিদাবাদ শহরটাকে। এটা তৃণমূলের কৃতিত্ব। দিদিমনির অনুপ্রেরণা। অনুপ্রেরণায় সারা রাজ্য জ্বলছে, জেলা জ্বলছে, একই ভাবে মুর্শিদাবাদ শহরটাকেও ছারখার করে দিতে চাইছে”।

Murshidabad মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এই ঘটনা কার্যত অস্বস্তিতে ফেলেছে স্থানীয় তৃণমূলকে। তৃণমূলের সাধারণ সম্পাদক জাকির হোসেন সেখ বলেন, ” কে বা কারা করেছে সঠিক তদন্ত হোক। যথেষ্ট ক্যামেরা আছে বাসস্ট্যান্ড, পার্টি অফিসের সামনে। কার সঙ্গে ঝামেলা জানি না। ক্যামেরা থেকে চেক করে শাস্তির দাবী জানাচ্ছি। লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা ঘটবে আশা করিনি।” তিনি আরও বলেন, ” অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমাদের পার্টি অফিসের সামনেই ঘটনা ঘটেছে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যারাই জড়িত থাক না কেন পুলিশ ব্যবস্থা নেবে। প্রশাসনের কাছে দাবী রাখব, প্রশাসন এর ব্যবস্থা করবে।”