Lalgola গভীর রাতে হেরোইন পাচারের আগেই পুলিশের জালে কারবারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে লালগোলা থানার পুলিশ অভিযানে নামে। পীরতলা স্টেশনে চলে অভিযান। স্টেশন থেকে নামার সময় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁকে ধাওয়া করে ধরা হয়। শুর হয় তল্লাশি। সামনে আসে আসল কাণ্ড।
Lalgola হাত বদলের আগেই পাকড়াও!
Lalgola উদ্ধার হয় এক প্যাকেট হেরোইন। যার ওজন ২৬০ গ্রাম। ধৃতের নাম হায়দার আলী। লালগোলার বড়জুমলা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে বুধবার ৭ দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Lalgola পুলিশ আধিকারিক কী জানান?
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই জানান, ‘ বিশেষ সূত্রে খবর ছিল। অভিযান চলে। এই মাদক নিয়ে জঙ্গিপুর যাওয়ার কথা ছিল। কিন্তু হাত বদলের আগেই ধরা পড়ে।’