Jangipur Book Fair অমর একুশে ১৯ তম জঙ্গীপুর বই মেলার উদ্বোধন

Published By: Imagine Desk | Published On:

Jangipur Book Fair ২১ শে ফেব্রুয়ারী উদ্বোধন হয়ে গেল ১৯ তম জঙ্গীপুর বই মেলার। ম্যাকেঞ্জি পার্ক ময়দানে ২৮ শে ফেব্রুয়ারী অবধি চলবে মেলা। শুক্রবার মেলার উদ্বোধনের আগে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

যেখানে অংশ নিলেন বিধায়ক থেকে পৌর কর্তা, জনপ্রতিনিধিদের সাথে স্কুলের পড়ুয়া, স্থানীয় বাসিন্দা, বই প্রেমী মানুষজন। এলাকা পরিক্রমার পর ম্যাকেঞ্জি পার্ক ময়দানে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ডঃ অর্ণব সাহা, জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ অন্যান্যরা। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বই মেলার আয়োজনকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা।