Hariharpara Cultivation তুমুল বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ায় সর্বনাশ গম চাষে । মাথায় হাত কৃষকদের

Published By: Imagine Desk | Published On:

Hariharpara Cultivation সবে গম গাছে ফুল ধরছে। আর এই সময়ে বৃষ্টি যেন অভিশাপ! শনিবার দুপুরে হঠাৎ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপটে ব্যাপক ক্ষতি গম চাষে Wheat Cultivationহরিহরপাড়ার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমির গম গাছ নেতিয়ে পড়েছে মাটিতে। জল জমেছে জমিতে। অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে ফসলের ক্ষতির আশঙ্কায় হরিহরপাড়া কৃষকরা। বৃষ্টি কমতেই চাষের জমির অবস্থা দেখে মাথায় হাত কৃষকদের।

Hariharpara Cultivation কৃষক রাহেতুল সেখ বলেন, ‘ চাষিরা আশা করেছিল। সেই গমই আজ ক্ষতিগ্রস্ত। চাষিরা খাবে কী? রাই চাষেও ক্ষতি। মুসুর থেকে আমের বোল- সজনে ডাটা সব শেষ এই বৃষ্টিতে। সবচেয়ে বেশি ক্ষতি গম চাষে।’

Hariharpara Cultivation বয়সের ছাপ চেহারায় স্পষ্ট। তবুও চাষবাস করেই সংসারের হাল ধরে আছেন মনোহর দাস। জমি দেখে তাঁর চোখে মুখে হতাশা। বলেন, ‘ গমে এখন ফুল। ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে সব ফুল ঝড়ে গেল। বৃষ্টির জল বিষাক্ত। এবার মাঠে আর কাঁচি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। শিলাবৃষ্টিতে চাষে প্রচুর ক্ষতি। সব গম শুকিয়ে যাবে।’

Hariharpara Cultivation কৃষকরা বলছেন, এই সময়ে রবি শস্যে, সব্জি চাষে ক্ষতি সবচেয়ে বেশি। গম থেকে মুসুর, আলু থেকে অন্যান্য সব্জি সবেতেই অসময়ের এই বৃষ্টি অভিশাপ। গম চাষের ক্ষেত্রে এবছর আশার আলো দেখেছিলেন অনেকেই। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বসন্তের এই অকাল বৃষ্টি! কীভাবে হবে ক্ষতিপূরণ? প্রশ্ন কৃষকদের।

Hariharpara Cultivation এদিন দুপুরে হরিহরপাড়ায় মুষলধারে বৃষ্টি হয়। মেঘের তীব্র গর্জন সাথে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও হয় শিলাবৃষ্টিও। গম, সব্জি থেকে আমের গাছেও ব্যাপক ক্ষতির আশঙ্কা।