Duare Sarkar 2025 শুক্রবার সকাল সকাল বাড়ির কাজকর্ম ফেলে স্কুলের মাঠে এলেন বৃদ্ধা আসমা বেওয়া। অশক্ত শরীরে কোনরকমে হেঁটে এলেন ক্যাম্পে। ৭৪ বছরের বৃদ্ধা বললেন, দু বার আবেদন করেও পান নি পরিষেবা। আবার এসেছেন। আসমা বেওয়ার মতোই হাল এই বৃদ্ধের। বার্ধক্য ভাতা নয় এসেছেন কৃষক বন্ধু প্রকল্পে নাম লেখাতে। লাঠি হাতে হাইস্কুল মাঠে এসে কৃষক ইসরাফিল মণ্ডল বললেন, কৃষক বন্ধুর জন্য আবেদন করবেন। নথিপত্র নিয়ে এসেছেন ক্যাম্পে। এভাবেই তরুণ যুব থেকে মহিলা বৃদ্ধ, অসংখ্য মানুষ এলেন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে।
Duare Sarkar 2025 নতুন বছরে শুরু হল দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ। ২৪ শে জানুয়ারি নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলাতেও। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিবির। প্রায় এক বছর পর রাজ্যে শুরু হল ‘ দুয়ারে সরকার’ কর্মসূচি। শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে।
Duare Sarkar 2025 প্রথম দিনই দুয়ারে সরকার শিবিরে সরকারি পরিষেবা পেতে ভিড় হরিহরপাড়ায়। প্রথম দিনই হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিহরপাড়া হাইস্কুলে ক্যাম্প করা হয়। টেবিল নিয়ে বসেন কর্মীরা। সেখানে সকাল থেকেই আম জনতার ভিড় থাকে। উদ্দম নথিভুক্তকরণ থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, উইভার ক্রেডিট কার্ড- সরকারি পরিষেবা পেতে বিভিন্ন কাউন্টারের সামনে থেকে ভিড়।
Duare Sarkar 2025 দুয়ারে সরকারে আবেদনকারীদের তথ্য যাচাই করে সরকারি পরিষেবা মিলবে আগামী দিনে। প্রথম দিনই বিপুল সারা মিলেছে উপভোক্তাদের। হরিহরপাড়ার বিডিও ছেরিংজাম ভুটিয়া বলেন, ” মেন ক্যাম্প ছাড়াও অন্যান্য ক্যাম্প, মোবাইল ক্যাম্পও চলছে। ফর্ম নিয়ে ফর্ম ফিলাপ করে জমা দিলেন অনেকেই।”
Duare Sarkar 2025 ২০২০ সালের ডিসেম্বর মাসে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার।
Duare Sarkar 2025 দুয়ারে সরকার শিবিরে কী কী সুবিধা মিলবে?
দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তফশিল বন্ধু সহ ৩৭ টি প্রকল্পের পরিষেবা মিলবে এবারেও।