Domkal ভৈরব নদীতে অবাধে মাটি লুঠ ! ডোমকলে আটক মাটি কাটার JCB

Published By: Imagine Desk | Published On:

Domkal ডোমকলের শিবনগর ঘাটে অবাধে চলছিল অবৈধ ভাবে মাটি কাটার কাজ। ভৈরব নদী থেকে জেসিবিতে করে মাটি কেটে তা ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায়। হরিহরপাড়া ও ডোমকলের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছিল সেই মাটি।  দিনের পর দিন বেড়েই চলেছে মাটি মাফিয়াদের দৌরাত্ম! সোমবার সেই খবর পেয়ে শিবনগর ঘাটে হানা দেয় হরিহরপাড়া ও ডোমকলের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। সাথে ছিলেন ডোমকলের এসডিও শুভঙ্কর বালা, বিডিও শঙ্খদীপ দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দপ্তরের আধিকারিকদের দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় মাটি মাফিয়ারা। তবে সেখানেই দেখা যায় একটি জেসিবিকে। প্রশাসনের পক্ষ থেকে ওই জেসিবিটিকে আটক করে নিয়ে আসা হয়। রাত পর্যন্ত প্রশাসনিক আধিকারিকেরা এই অভিযান চালিয়ে যান। এইনিয়ে ডোমকলের এসডিও শুভঙ্কর বালা জানান, বেশ কিছুদিন ধরেই খবর ছিল। হঠাৎ অভিযান চলেছে। বেআইনি ভাবে মাটি কাটায় জেসিবি আটক করা হয়েছে। তুলে আনতে বেশ কিছুক্ষন সময় লেগেছে। মডার্ন জেসিবি।  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কোন কার্যকলাপ হলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।