CM Murshidabad Visit সুতি সামসেরগঞ্জের গ্রাউন্ড জিরোয় অবশেষে মুখ্যমন্ত্রী !

Published By: Imagine Desk | Published On:

CM Murshidabad Visit ৬ মে ধূলিয়ান সামসেরগঞ্জের আক্রান্তদের সঙ্গে দেখা করতে গ্রাউন্ড জিরোতে  যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  Mamata Banerjee ! প্রশাসনিক সূত্রে এমনই প্রস্তুতি শুরু হয়েছে। দফায় দফায় সভা হচ্ছে।  মুখ্যমন্ত্রীর কর্মসূচী সফল করার জন্য মাঠে নেমেছেন শাসক দলের সাংসদ, বিধায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ  সূতি, ধূলিয়ান ও  সামসেরগঞ্জের ঘটনায়  নিয়ে শাসকের যে ফেস লস হয়েছে  তা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে  কড়ায় গন্ডায় পালটে দেওয়ার জন্য আয়োজন ও কৌশলের কোন ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন থেকে শাসক দল।

CM Murshidabad Visit  দিনরাত এক করে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় তৃণমূল নেতা থেকে প্রশাসনের আধিকারিকরা  ঝাঁপিয়ে পড়েছেন।এখনও পর্যন্ত রাজ্য সরকারের ঘোষিত ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন নি নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনের প্যাকেজ দিয়ে মুখ রক্ষার সর্বোচ্চ চেষ্টা শুরু হয়েছে। উল্লেখ্য,  রাজ্য সরকারের ঘোষিত ১০ লক্ষ করে ক্ষতিপূরণের চেক বারবার ফিরিয়ে দিয়েছেন সামসেরগঞ্জ থানার  জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের  পরিবার। যদিও    গত ২৬ এপ্রিল    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari কাছ থেকে  চেক গ্রহণ করেছেন তাঁরা । অনান্য   ক্ষতিগ্রস্থরাও  বিরোধী দলনেতার দেওয়া আর্থিক সাহায্য নিয়েছেন । এরপর  ৬ তারিখের মুখ্যমন্ত্রীর সামসেরগঞ্জ সফর এখন   প্রশাসনের কাছে কার্যত সম্মানজনক মুখরক্ষার চ্যালেঞ্জ !  

CM Murshidabad Visit  মুখ্যমন্ত্রীর সফর ঘিরে  শুরু হয়েছে প্রশাসনিক স্তরে প্রস্তুতি।

জানা গিয়েছে,  মুখ্যমন্ত্রী আগামী ৫ মে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী। থাকবেন জেলা সদর বহরমপুরেই। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে,  ৬ মে  মুখ্যমন্ত্রী প্রথমে সামশেরগঞ্জ ও ধূলিয়ানে ক্ষতিগ্রস্থ এলাকায় যাবেন ।   সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তাঁদের ক্ষয়ক্ষতিত নমুনা নিজের চোখে দেখবেন মুখ্যমন্ত্রী।  এরপর  ওই দিন দুপুরে   সুতির ছাবঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।